1. : admin :
জবি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থীদের ৬ দফা দাবি, ১২ ঘন্টার আলটিমেটাম  - দৈনিক আমার সময়

জবি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থীদের ৬ দফা দাবি, ১২ ঘন্টার আলটিমেটাম 

জবি প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ  অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 
শনিবার ১৬ই মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্লেকার্ড নিয়ে আন্দোলন করে অবন্তিকার সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি সমূহ, ১ম দফা  ঘটনার সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।
২য় দফা-  আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনাতে হবে।
৩য় দফা –  অভিযুক্তদের জরুরী সিন্ডিকেটে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে
৪র্থ দফা – ভিক্টিমস ব্লেমিং এবং তার পরিবারের নিরাপত্তা দিতে হবে
৫ম দফা- বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাদি হয়ে মামলা করতে হবে।
৬ষ্ঠ দফা – নারী নিপীড়ন সেল কার্যকর করতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দাবি তুলে ধরেন রেজওয়ান হক। তিনি বলেন ১২ঘন্টার মধ্যে  তাদের দাবি কার্যকর না হলে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com