1. : admin :
বরিশালে একটি জাল ভোট পড়লেও ভোট কেন্দ্র বন্ধ হবে- ইসি আহসান হাবীব - দৈনিক আমার সময়

বরিশালে একটি জাল ভোট পড়লেও ভোট কেন্দ্র বন্ধ হবে- ইসি আহসান হাবীব

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়। যা ইতিপূর্বে দেখেছেন বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান বলেছেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য শুধু প্রতিজ্ঞাবদ্ধ না, ইমপিলিমেন্ট করবো, নিশ্চিত করবো ইনশাআল্লাহ। শনিবার বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহন কর্মকর্তাদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐ সভা শেষে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন ভোট গ্রহন কর্মকর্তাদের বলে দেয়া হয়েছে একটি জাল ভোট পড়লে সঙ্গে সঙ্গে সেই ভোট কেন্দ্র বন্ধ হবে। যদি কেউ স্বাভাবিক পরিবেশ বিঘ্ন ঘটায়, তাহলে আইনশৃংখলা বাহিনীকে ডাকবে। তারা না আসা পর্যন্ত ভোট বন্ধ থাকবে। যতক্ষন পরিস্থিতি স্বাভাবিক হবে না ততক্ষন ভোট বন্ধ থাকবে। আর যদি এর থেকেও শক্তিশালী ঘটনা ঘটে, যেমন ভোটকেন্দ্র দখল হয়ে গেছে। তাহলে ভোটকেন্দ্র বন্ধ করে চলে যান, ভেগে যান কিন্তু কোন প্রকার সহিংসতাকে গ্রহণ করা হবেনা। পরিষ্কারভাবে এ নির্দেশনা সবাইকে দিয়ে দেয়া হয়েছে। নির্বাচন কমিশনার বলেন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এটা আপনারা ইতোপূর্বেও দেখে এসেছেন। যা সকলের সহযোগীতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রমাণ করেছি। প্রতিটি নির্বাচনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি একটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য। ভোটগ্রহণ কর্মকর্তাদের বিবেক এবং ইমানের ওপর নির্ভর করে সঠিকভাবে ভোটগ্রহন কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়েছে। তাদেরকে সাংবাদিকদের বিষয়ে বলা হয়েছে। সাংবাদিকরা আমাদের বন্ধু, তারা আমাদের থার্ড আই এবং ইয়ার হিসেবে কাজ করছে।। তারা বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ প্রকাশ করে, তাদের ভয় পাওয়ার কিছু নেই। ভয় তারাই পাবে যারা দুই নম্বর, ধোকাবাজ এবং অন্যায়ের সাপোর্টকারী। তিনি বলেন, তাদের (ভোটগ্রহণ কর্মকর্তাদের) বলা হয়েছে, ভোটকেন্দ্রে সাংবাদিকরা যখন ঢুকবে, তখন অনুমতির দরকার নেই। কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারকে অবহিত করবে। তারপর তিনি নিয়মানুযায়ী যেখানে খুশি সেখানে যেতে পারবেন এবং ছবি ও ভিডিও নিতে পারবেন। ভোট গননার সময়ও ক্যামেরা ধরে রাখা যাবে, শুধু লাইভটা ভোট কক্ষের বাহিরে দিবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ।
সংশোধিত নিউজ প্লিজ চেক

Hide quoted text
বরিশালে একটি জাল ভোট পড়লেও ভোট কেন্দ্র বন্ধ হবে- ইসি আহসান হাবীব

বরিশাল প্রতিনিধি :
নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়। যা ইতিপূর্বে দেখেছেন বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান বলেছেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য শুধু প্রতিজ্ঞাবদ্ধ না, ইমপিলিমেন্ট করবো, নিশ্চিত করবো ইনশাআল্লাহ। শনিবার বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহন কর্মকর্তাদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐ সভা শেষে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন ভোট গ্রহন কর্মকর্তাদের বলে দেয়া হয়েছে একটি জাল ভোট পড়লে সঙ্গে সঙ্গে সেই ভোট কেন্দ্র বন্ধ হবে। যদি কেউ স্বাভাবিক পরিবেশ বিঘ্ন ঘটায়, তাহলে আইনশৃংখলা বাহিনীকে ডাকবে। তারা না আসা পর্যন্ত ভোট বন্ধ থাকবে। যতক্ষন পরিস্থিতি স্বাভাবিক হবে না ততক্ষন ভোট বন্ধ থাকবে। আর যদি এর থেকেও শক্তিশালী ঘটনা ঘটে, যেমন ভোটকেন্দ্র দখল হয়ে গেছে। তাহলে ভোটকেন্দ্র বন্ধ করে চলে যান, ভেগে যান কিন্তু কোন প্রকার সহিংসতাকে গ্রহণ করা হবেনা। পরিষ্কারভাবে এ নির্দেশনা সবাইকে দিয়ে দেয়া হয়েছে। নির্বাচন কমিশনার বলেন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এটা আপনারা ইতোপূর্বেও দেখে এসেছেন। যা সকলের সহযোগীতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রমাণ করেছি। প্রতিটি নির্বাচনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি একটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য। ভোটগ্রহণ কর্মকর্তাদের বিবেক এবং ইমানের ওপর নির্ভর করে সঠিকভাবে ভোটগ্রহন কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়েছে। তাদেরকে সাংবাদিকদের বিষয়ে বলা হয়েছে। সাংবাদিকরা আমাদের বন্ধু, তারা আমাদের থার্ড আই এবং ইয়ার হিসেবে কাজ করছে।। তারা বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ প্রকাশ করে, তাদের ভয় পাওয়ার কিছু নেই। ভয় তারাই পাবে যারা দুই নম্বর, ধোকাবাজ এবং অন্যায়ের সাপোর্টকারী। তিনি বলেন, তাদের (ভোটগ্রহণ কর্মকর্তাদের) বলা হয়েছে, ভোটকেন্দ্রে সাংবাদিকরা যখন ঢুকবে, তখন অনুমতির দরকার নেই। কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারকে অবহিত করবে। তারপর তিনি নিয়মানুযায়ী যেখানে খুশি সেখানে যেতে পারবেন এবং ছবি ও ভিডিও নিতে পারবেন। ভোট গননার সময়ও ক্যামেরা ধরে রাখা যাবে, শুধু লাইভটা ভোট কক্ষের বাহিরে দিবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com