1. : admin :
জবি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

জবি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০১৬ – ১৭ বর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। 
রবিবার ১৭ মার্চ দুপুর ১২ টায় তদন্ত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন নেতৃত্বে ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় তদন্ত কিভাবে শুরু করা হবে তার রোডম্যাপ করা হয়।
সভা শেষে অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, ‘যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। আমাদের উদ্দেশ্য প্রকৃত সত্য উদঘাটন করা। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরেও আমরা সভা করেছি এবং আগামীকাল ও করবো।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘অবন্তিকার আত্মহত্যার ঘটনা সুক্ষভাবে বিশ্লেষণ করা হবে এবং আগামী সিন্ডিকেট সভায় সকল তদন্ত রিপোর্ট পেশ করা হবে’।
উল্লেখ্য তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন৷ অধ্যাপক আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক মাসুম বিল্লাহ, সংগীত বিভাগের চেয়ারম্যান ঝুমুর আহমেদ এবং সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার (আইন) রঞ্জন কুমার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com