1. : admin :
সাহিত্য স্পন্দন কাব্যের মোড়ক উন্মোচন - দৈনিক আমার সময়

সাহিত্য স্পন্দন কাব্যের মোড়ক উন্মোচন

মোস্তাফিজ মিন্টু
    প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

কবিতার বই ‘সাহিত্য স্পন্দন’ সাহিত্য স্পন্দন একটি কবিতা সংকলনের আয়োজন মুলত মাসিক সাহিত্য স্পন্দন পরিবারের। কবিতার রূপ-রস-সৌন্দয্য-লাবণ্য ও বৈচিত্র্য বহমান। তাদের কাব্য সংকলন-১ সেই বহামানতার একটি অনন্য স্মারক ও সাহিত্য স্পন্দন পরিবারের প্রথম প্রয়াস। গ্রন্থটিতে পুরস্কার প্রাপ্ত জাতীয় পর্যায়ের কবির লেখা কবিতা যেমন আছে তেমনি শিল্পউত্তরণ নবীন কবিদের লেখা কবিতাও আছে। নানা ঘটনার ২৯ জন কবির ৫২ টি জপমাল্য নিয়ে একুশে গ্রন্থমেলা-২০২৪ প্রকাশিত হয়েছে বইটি। সংকলন গ্রন্থটির প্রকাশের ব্যাপারে উদ্যোগ ও পাশে থেকে সহযোগিতা করেছেন সাহিত্য স্পন্দন পত্রিকার কবি ফরিদা ইয়াসমিন ও কবি আবু জাহিদ সাদিক। গ্রন্থটির ৪ জন সম্পাদক মন্ডলী হলোঃ প্রফেসর ড. আবু রায়হান, প্রফেসর ড. হাসিনা ইসলাম সীমা, জেসমিন জাহান জুঁই ও মোহাম্মদ শাহানুর ইসলাম। পরিপাটি সুন্দর বইটির প্রচ্ছদ একেঁছেন মেহেদী হাসান তুষার, ‘মা’ কে উৎসর্গ করে লেখা, বইটির ভূমিকা লিখেছেন জাহির আবু জাফর। পরিপাটি দৃষ্টি নন্দন বইটির মুল্য ২৭০ টাকা। গ্রন্থস্বত্ব সম্পাদক, বর্ণ বিন্যাস মেহেদী হাসান তুষার, বইটির অনলাইন পরিবেশক রকমারি। বইটির প্রত্যেকটি কবিতার সাথে কবিদের ছবি সংযোজন করে প্রকাশ করা হয়েছে। বইটির সাথে যুক্ত কবি ও লেখকদের প্রতি শুভ কামনা রইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com