1. : admin :
রেলপথ - দৈনিক আমার সময়

রেলপথ

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

 

দু’ ধারে ঘন সবুজ গাছের সারি

তারি মাঝে রেলপথ দিয়েছে পাড়ি

যেন নিজ পায় হেঁটে স্বমহিমায়
কত! শহর ও গ্রাম পেরিয়ে যায়।

পাথরের ভিত দেহে ; সে গেছে ছুটে
দিবা-নিশি নির্ঘুম ; বোঝা দু’ কাঁধে
যেতে হবে বহু দূরে নামিবে রাত্রি
বুক ভরা বল তার ভয় নেই রত্তি।

গগণের শশীটায় তাকিয়ে বলে
মিটমিট জ্যোতি দিয়ে দিবোকি ভরে ?
রেলপথ হেসে বলে; না ভাই ওরে
যেতে পারি নিজে আমি শতকাল ধরে।

মুহম্মদ শাহাদাত হোসেন( ফিরোজ)
প্রধান সহকারী,প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তর
বাংলাদেশ রেলওয়ে,পাহাড়তলী,চট্টগ্রাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com