1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরিশাল নগরীতে চালকের গলা কেটে রিকশা ছিনতাই, প্রধান অভিযুক্ত সহ আটক ৪ - দৈনিক আমার সময়

বরিশাল নগরীতে চালকের গলা কেটে রিকশা ছিনতাই, প্রধান অভিযুক্ত সহ আটক ৪

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
বরিশাল নগরীতে চালকের গলা কেটে অটো রিকশা ছিনতাই এর চাঞ্চল্যকর ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে মূল রহস্য উদঘাটন ও প্রধান অভিযুক্ত সহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ২৮ এপ্রিল রবিবার বিকেল সাড়ে ৪টায় মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সন্মেলনে এ সব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার। পুলিশ জানায় রাত প্রায় দেড়টা। প্রচন্ড গরমে দিনভর রিকশা চালিয়ে শরীর বড্ড ক্লান্ত। একদিকে গভীর রাত অন্য দিকে শরীর আর চলছেনা। তাই শেষ ট্রিপ মারার অপেক্ষায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সামনে রিকশা নিয়ে রিক্সাচালক হুমায়ুন কবির হঠাৎ করে হাসপাতালের ভিতর থেকে রুগী দেখা শেষ করে নিজের দুগ্ধ শিশুকে কোলে নিয়ে সম্ভাব্য যাত্রীদের (স্বামী-স্ত্রী) আগমন। ৪০ টাকা ভাড়া ঠিক করে যাত্রীরা রিকশায় উঠলেন গন্তব্য বাংলাবাজার। রিক্সা চলতে শুরু করল। রিকশা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব পাশে আইএইচটি ইন্সটিটিউট এর সামনের অনেকটা সুনশান-অন্ধকারাচ্ছন্ন স্থানে যেতেই যাত্রীবেশে রিকশায় ওঠা ভয়ংকর পেশাদার অপরাধীরা তাদের খোলস ছেড়ে বেরিয়ে এলেন। চালকের পিছনে যাত্রী সিট থেকে রিক্সাচালকের গলার সামনের দিকের শ্বাসনালী বরাবর ধারালো চাকু দিয়ে পোচ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে চালককে আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় ফেলে ব্যাটারীচালিত রিক্সাটি ছিনতাই করে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় তারা। পথচারীরা রাস্তার পাশে গলা কাটা, রক্তাক্ত ও আশংকাজনক অবস্থায় ভিকটিমকে কাতরাতে দেখে উদ্ধার পূর্বক শেবাচিম  হাসপাতালে ভর্তি করে ভিক্টিমের আত্মীয়-স্বজনদের খবর দেন। এদিকে এ সংবাদ প্রাপ্তির সাথে সাথে বিএমপি কমিশনারের সার্বিক দিক-নির্দেশনায় ডিসি (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেনের টিম, থানা পুলিশ ও সাদা পোষাকধারী পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য যৌথ অভিযান পরিচালনা করে। ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে গোয়েন্দা তথ্য, সোর্সের তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত মূলহোতা সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মোল্লার হাওলা গ্রামের শাহজাহান হাওলাদার ছেলে মোঃ মাসুম হাওলাদার (৩০), ছৈলাবুনিয়া গ্রামের নলছিটি থানাধীন মোঃ মাসুম হাওলাদারের স্ত্রী মোসাঃ সাথী (২৩) কে লুন্ঠিত ব্যাটারি চালিত অটো রিকশা, ব্যাটারী ও দস্যুতার কাজে ব্যবহৃত চাকু সহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও লুন্ঠিত মাল হেফাজতে রাখা ও ক্রয়-বিক্রয়ের অপরাধে অপর অভিযুক্ত ছৈলাবুনিয়া গ্রামের নলছিটি থানাধীন দুলাল খানের স্ত্রী বিউটি বেগম (৪৩), নগরীর বাংলাবাজার বড় বাড়ীর পিছনে উজ্জল কাজীর বাসার ভাড়াটিয়া কোতয়ালী থানাধীন ও মির্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগরের মৃত নুরুল ইসলাম খানের ছেলে মোঃ মাহবুবুর রহমান (৪৫) কে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ছিনতাই হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ছিনতাই ও প্রতারণা মামলা দায়ের হয়েছে। এ বিষয় উপ-পলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন তারা সংঘবদ্ধ চক্রের সদস্য। এর আগেও এমন অপরাধ তারা করেছে। ছোট সন্তানকে নিয়ে গাড়ি ভাড়া করত। ফলে কোনো চালকই তাদের সন্দেহের চোখে দেখত না। এ ঘটনায় স্বামী ও স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com