1. : admin :
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে ঢাবি শিক্ষার্থী আটক - দৈনিক আমার সময়

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে ঢাবি শিক্ষার্থী আটক

জবি প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় আটককৃত ঢাবি শিক্ষার্থী অনিক খন্দকার সহ ৩-৪ জনের বিরুদ্ধে মামলার দায়ের করার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করবেন। 
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিক খন্দকার। এসময় তার সাথে আরও অন্তত দুই-তিনজন ছিলেন।
গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একজন শিক্ষক তাদের সাথে কথা বলার চেষ্টা করেন। তবে সেই মুহুর্তে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও অনিক খন্দকারকে ঘটনাস্থল থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যায় প্রক্টরিয়াল বডি। প্রক্টর অফিসে অনিককে জিজ্ঞাসাবাদ করার পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ করার সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ থেকে একজনকে আটক করে নিয়ে আসা হয়। সবকিছু যাচাই-বাছাই করে জানা যায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ করার সময় একজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com