1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
রাষ্ট্রীয় সফরে আজ নিজ জেলা পাবনা পৌঁছান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন - দৈনিক আমার সময়

রাষ্ট্রীয় সফরে আজ নিজ জেলা পাবনা পৌঁছান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

হুমায়ুন কবীর
    প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩

 

বাংলাদেশ বিমানের একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে আজ নিজ জেলা পাবনা পৌঁছান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।গত ২৪ এপ্রিল ২০২৩ সোমবার বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহন করার পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক পাবনা সফর।জেলার সর্ব সাধারণের সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুপুরে পাবনা স্টেডিয়ামে এসে পৌঁছোলে তাকে লাল-গালিচাসহ রাষ্ট্রীয় ‘গার্ড অব-অনার’ প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন পাবনার আরেক কৃতি সন্তান মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ তার রাষ্ট্রীয় সফর সঙ্গী এবং জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।রাস্তার দু’পাশে সুদীর্ঘ প্রতীক্ষায় তাকে একবার দেখার জন্য দাড়িয়ে থাকা হাজার হাজার সাধারণ মানুষের উৎসুক ভীড় ছিল লক্ষ্য করার মত। এসব উপস্থিতি আনন্দ ও উদ্দীপনা মূলত তাকে ঘিরে আগামী দিনের সমৃদ্ধ পাবনা গড়ার দৃঢ় প্রত্যয় বলে জানান সুচিন্তিত মহল।আগামীকাল ১৬ মে সকালে পাবনা ঐতিহ্যবাহী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে জেলার সর্বস্তরের মানুষের গণসংবর্ধনায় তিনি অভিষিক্ত হওয়ার পর স্কয়ার বাগানবাড়ি পরিদর্শন পাবনা জেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে নামফলক উদ্বোধন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ উল্লেখিত বিভিন্ন কর্মসূচি শেষে আগামী ১৮ মে বঙ্গভবনের উদ্দেশ্যে তিনি ঢাকা যাত্রা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com