জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের দেওয়ানগঞ্জ টু খোলাবাড়ি যাওয়ার প্রধান সড়কের সি সি ব্লক দ্বারা প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেন।
আজ বুধবার (১২ এপ্রিল ) দুপুরের দিকে দেওয়ানগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এস. ডি.ই মাহমুদ হাসান ও এসও মোঃ শফিকুল ইসলাম। সড়কটির নয়াগ্রাম সিদ্দিকের বাড়ি হইতে কাজলাপাড়া মহসিন এর বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চিকাজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস, ইউপি সদস্য আতিকুল ইসলাম আনম, সদস্য হারুনুর রশিদ , আনোয়ার হোসেন মাক্কু, ডাক্তার নুর মোহাম্মদ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, মোঃ রব্বানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানতে চাইলে (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান , গত ২৫ মে জামালপুর -১ আসনের এমপি আবুল কালাম আজাদ স্যারের স্বাক্ষরিত ডিও লেটার পাঠানো হয়।
জাহিদ ফারুক এমপি মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা । এ উপলক্ষে আজ পানি উন্নয়ন বোর্ডের একটি টিম পরিদর্শন করার জন্য আসে।
তিনি আরো বলে, আগামী বন্যা আসার আগে সড়কটি মেরামত না হলে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন থেকে কাজলাপাড়া কবরস্থান, ঈদগা মাঠ, মন্ডল বাজারসহ আরো অনেক প্রতিষ্ঠান নদীর কবলে চলে যাবে ।
Leave a Reply