1. : admin :
ময়মনসিংহে ব্রহ্মপুত্র তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ময়মনসিংহে ব্রহ্মপুত্র তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত

শুভ বসাক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
দেশের আবহমান ঐতিহ্যের ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টম স্নান অনুষ্ঠিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে ময়মনসিংহ ও এর আশেপাশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদীর পাড়ে আসেন। গতকাল (১৬ এপ্রিল) মঙ্গলবার দিনব্যাপী এই স্নান উৎসবে পরিদর্শন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,কোতোয়ালী মডেল থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটসহ প্রমুখ। এছাড়াও অষ্টমী স্নানের উপলক্ষে সকল ঘাটের নদীর দুইপাশে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও র‍্যাবের উপস্থিতি দেখা যায়। মহিলা পূর্ণর্থীদের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ স্নান ঘাট। এছাড়াও স্নান ঘাটে প্রয়োজনীয় সংখ্যক মহিলা পুলিশ এবং স্বেচ্ছাসেবী মহিলা উপস্থিত ছিলেন। প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা পাপমোচনের আশায় ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী স্নান করতে আসেন। এ স্নান উৎসব উপলক্ষ্যে নগরীর কাচারিঘাটে ঐতিহ্যবাহী খেলনার মেলা বসে। মেলায় স্নান উৎসবে আগত শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী পুণ্যার্থীদের সমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com