1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ময়মনসিংহে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা ও করণীয়" শীর্ষক সেমিনার - দৈনিক আমার সময়

ময়মনসিংহে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা ও করণীয়” শীর্ষক সেমিনার

শুভ বসাক, ময়মনসিংহ 
    প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়’ বিষয়ক এক শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। সোমবার (২৯ এপ্রিল) সকালে ইনস্টিটিউটের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে ও জান্নাতুন নারগিস ডেইজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক সুলতানা রাজিয়া, রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন-স্টার বাংলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল মোঃ হাসান ইমাম খান, প্রকৌশলী জহুরুল হকসহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোঃ শওকত হোসেন বলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে ভিত্তি তৈরি করে গেছেন, সে পথ ধরেই স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ২০০৯ সালে ক্ষমতায় আসছেন, সেই সময়ে নির্বাচনে ইশতেহার দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান, হাতের কাজ কিন্তু চলে গেছে। সকল ধরনের ভাতা, বৃত্তি-উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সকল ভাতা অনলাইনে চলে যাচ্ছে, চাকরি আবেদন এবং সমস্ত ব্যাংকের কাজ অনলাইন, খাজনা, পৌর বিল, বিদ্যুৎ বিল প্রিপেইড মিটারসহ এমন কোন দপ্তর নেই যে এখন আর অনলাইনে হয় না। সরকারি-বেসরকারি সকল দপ্তরেই এখন অনলাইন দ্বারা পরিচালিত হচ্ছে। ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা পর মাত্র ১.৫% কারিগরি শিক্ষায় শিক্ষিত ছিল। এখন কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশে টার্গেট ছিল ২০% এরমধ্যে ১৭% এ যেতে পেরেছি। সরকার কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ এবং স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে ২০৪০ সালের মধ্যে মূল জনসংখ্যার ৫০ শতাংশে কারিগরি শিক্ষায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com