1. : admin :
বরিশাল শেবাচিমের প্রিজন সেলে এক আসামীকে পিটিয়ে হত্যা করলো আরেক আসামী - দৈনিক আমার সময়

বরিশাল শেবাচিমের প্রিজন সেলে এক আসামীকে পিটিয়ে হত্যা করলো আরেক আসামী

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে হত্যা মামলার আসামী পিটিয়ে অপর এক আসামীকে হত্যা করেছে। রবিবার ভোরে ঐ বৃদ্ধ আসামীকে পেটানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি এটিএম আরিচুল হক। নিহত মোঃ মোতাহার (৬০) বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। পিটুনিতে আহত অপর আসামী অজিত মন্ডল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অজিত একটি চুরি মামলার আসামি। হামলাকারী তরিকুল ইসলামের (২৫) গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে। সে পটুয়াখালীর একটি হত্যা মামলার আসামী। কোতয়ালী মডেল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ‘মানসিক রোগী’ তরিকুল অপর দুই আসামীকে স্যালাইনের স্টিলের ট্যান্ড দিয়ে পিটিয়েছে। এতে দুইজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডেপুটি জেলার নুর ই আলম সিদ্দিকী বলেন প্রিজন সেলে একটি ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এ বিষয়ে আর কিছু বলতে পারব না। নাম প্রকাশ করার না শর্তে হাসপাতালের একজন জানিয়েছে প্রিজন সেলের দায়িত্বে এক নায়েক ও দুই কনস্টেবল ছিলেন। মানসিক রোগীসহ তিনজন প্রিজন সেলের একটি কক্ষে ছিলেন। সকালে আকস্মিকভাবে ঐ আসামী অপর দুই আসামীকে স্ট্যান্ড দিয়ে বেধড়ক পিটিয়েছে। এতে মোতাহার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পায়। অজিত আঘাত পেলেও গুরুতর আহত হয়নি। ঘটনার সময় সেলের তালার চাবি নিয়ে একজন বাইরে নাস্তা করতে গিয়েছিল। তাই দায়িত্বরতরা দ্রুত সময়ে প্রিজন সেলে ঢুকতে পারেনি। স্যালাইনের স্ট্যান্ড দিয়ে মানসিক রোগী দুইজনকে এলোপাতারিভাবে পিটিয়েছে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার রত্মা রায় বলেন কি ঘটনা ঘটেছে তদন্ত না করে বলা যাবে না। আমরা ঘটনা তদন্ত করেছি। তদন্ত শেষ করে বলতে পারবো। দায়িত্বরতদের অবহেলার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com