1. : admin :
কক্সবাজারে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - দৈনিক আমার সময়

কক্সবাজারে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
প্রথম ধাপে ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন কক্সবাজারের তিন উপজেলায় মোট ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, মহেশখালী উপজেলায় ১৫ এবং কুতুবদিয়া উপজেলায় ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ঘোষিত তফশিল মতে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল সোমবার এই ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
কক্সবাজার সদর উপজেলা
কক্সবাজার সদর উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেন ৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
এই ৫ প্রার্থী হচ্ছেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা জামায়াতের নেতা শহীদুল ইসলাম বাহাদুর, জেলা আওয়ামীলীগের নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বর্তমান উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
কক্সবাজার সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন শুধু একজন। তিনি বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া।
কক্সবাজার সদর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন। এরা হলেন, চাম্পা উদ্দিন, রোমানা আকতার ও তাহমিনা নুসরাত জাহান লুনা।
মহেশখালী উপজেলা :
মহেশখালী উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেছেন ১৫ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন। এরা হলেন, মোহাম্মদ হাবির উল্লাহ, মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ গোলাম কুদ্দুছ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এমপি নির্বাচনকারি মোহাম্মদ শরীফ বাদশা ও তার ছেলে আবদুল্লাহ আল নিশান।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন, মো. জাহেদুল হুদা, শাহজাহান পারুল, মো. জহির উদ্দিন, মো. আবু ছালেহ, মিফতাহুল করিম বাবু, মো. সাইফুল কাদির ও মঈন উদ্দিন তোফায়েল।
এই উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হলেন, মনোয়ারা বেগম, জাহানারা বেগম ও মিনুয়ারা মিনু।
কুতুবদিয়া উপজেলা :
কুতুবদিয়া উপজেলায় ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে দাখিল করেছেন ৩ জন। এরা হলেন, মোহাম্মদ হানিফ বিন কাসেম, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম চৌধুরী ও আছহাব উদ্দিন।
কুতুবদিয়ায় ভাইস চেয়ারম্যান পদে দাখিল করেছেন ৩ জন। এরা হলেন, আকবর খাঁন, জুনাইদুল হক ও ফরিদ উদ্দিন তালুকদার।
নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন। এরা হলেন, হাসিনা আকতার ও ছৈয়দা মেহেরুন্নেছা।
নির্বাচন কমিশনের ঘোষণা মতে এই তিন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম এ। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com