সীতাকুণ্ডে মধ্য রাতে সোমবার রাত ১ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের সীতাকুণ্ড শাখা সভাপতি হাকিম আবু বক্কর চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার সূত্রে: আবু বক্কর মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি জনবদ্ধে অনধিকার প্রবেশ করে গাছপালায় অগ্নি সংযোগ ও চাঁদা দাবি করত। এতে বাদীর ক্ষতির পরিমান প্রায় ১০,০০,০০০ টাকা।
মানবাধিকার নেতা আবু বক্কর এর স্ত্রী রহিমা আক্তার (৩৫) অভিযোগ করেন পুলিশের এসআই মুকিব কোন প্রকার ওয়ারেন্টের কপি ছাড়া তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আটক করে নিয়ে যায়। তার স্ত্রী ওয়ারেন্টের কপি চাইলে দেখানো হয়নি। তার স্বামীর বিরুদ্ধে কোন মামলা দায়ের হয়েছে কিনা তাও জানেন না তিনি। কোন মামলায় তাকে আটক করা হয়েছে সেটিও জানানো হয়নি। এভাবে মামলা ছাড়া আদালতে আদেশ ব্যতিত থানা হাজতে একজন মানবাধিকার নেতাকে আটক করা যায় কিনা প্রশ্ন করেন তার স্ত্রী রহিমা আক্তার। তিনি আরও বলেন, কয়েকদিন আগে প্রতিবেশী আবুল মুনসুর মানবাধিকার নেতা আবু বক্কর চৌধুরীর পাহাড়ের বাগানের গাছগাছালি পুড়ে দেয়। এ ঘটনায় মুনসুরের বিরুদ্ধে আবু বক্কর সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ করেন। কিন্তুু পুলিশ সেই অভিযোগ তদন্ত না করে রেখে দেয়। অথচ আজ রাতে আবু বক্কর চৌধুরীকে আটক করা হয়নি বিনা নোটিশে।
সীতাকুণ্ড মডেল থানার সাব-ইন্সপেক্টর মুকিব বলেন, হাকিম আবু বক্কর এর নামে নিয়মিত একটি মামলা হয়েছে এর ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করি।
Leave a Reply