1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সিলেটে হঠাৎ করে বেড়েছে এলপিজি গ্যাসের দাম - দৈনিক আমার সময়

সিলেটে হঠাৎ করে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

সিলেট প্রতিনিধি : 
    প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট শহর তথা উপজেলার গ্রাম গঞ্জে হঠাৎ বেড়েছে এলপিজি গ্যাসের দাম। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন গ্যাস ব্যবহারকারী ক্রেতারা। বিশেষ করে সিলেটের পাইকারী দোকানে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে এর প্রভাব পড়েছে খুচরা দোকানেও। সিলেট নগরীর বন্দরবাজার,আম্বরখানা,শিবগঞ্জ,কদমতলী এলাকা ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা দোকানে বৃদ্ধি পেয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

রোববার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে।

 

রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়ে ছিলো সংস্থাটি। এখবর পাওয়া মাত্রই সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়েও গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে বাড়তি দাম রাখার অভিযোগ উঠেছে। সংস্থ্যাটি প্রতিলিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সায় নির্ধারণ করেছে। কিন্তু ব্যবসায়ীরা তার চেয়ে দ্বিগুন দামে এলপিজি বিক্রি করছেন।

 

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫৯ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে গত মাসের শুরুতে জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুননির্ধারণ করা হয়।

 

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদির আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬৩৫ মার্কিন ডলার ও ৬২৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২৮.৫০ মার্কিন ডলার বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

 

এদিকে জানুয়ারি শুরুতে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল অটোগ্যাসের দাম। এরপর গত ১৪ জানুয়ারি অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পুননির্রধারণ করা হয়। আর গত ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে পুননির্রধারণ করা হয় ৬৬ টাকা ৮৫ পয়সা।

 

সংস্থাটির উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা জানান, আমাদের নির্ধারণ দামের অতিরিক্ত বাড়তি কেউ টাকা নিলে এটি বেআইনি। মানুষকে হয়রাণী করা যাবে না। আমরা বিষয়টি খতিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com