ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে মসিক কর্তৃপক্ষ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ–এর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে প্রতিটি ওয়ার্ডে লার্ভা ধ্বংস, ফগিং, স্প্রে ছিটানো, নালা–ড্রেন পরিষ্কারসহ নানা কার্যক্রম জোরদারভাবে চলছে। পরিচালিত এ বিশেষ অভিযানে মাঠপর্যায়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত থেকে মশার প্রজননস্থল চিহ্নিত করেন এবং তাৎক্ষণিকভাবে নিধন কার্যক্রম পরিচালনা করেন। মঙ্গলবার (৪ নভেম্বর) নগরের বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচিতে অংশ নেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ. কে. দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার, কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
অভিযান চলাকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মোখতার আহমেদ জানান,“মশা নিয়ন্ত্রণে নগরজুড়ে আমাদের ক্র্যাশ প্রোগ্রাম অব্যাহত থাকবে। নাগরিকদের সহযোগিতা ছাড়া ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। তাই সবাইকে ঘরে–বাইরে পানি জমতে না দেওয়ার আহ্বান জানাই।”
স্বাস্থ্য বিভাগ বলছে, ফগিংয়ের পাশাপাশি লার্ভা ধ্বংসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ওয়ার্ডে বাড়ি–বাড়ি নজরদারি, ড্রেন–নালা পরিষ্কার এবং জমে থাকা পানি অপসারণের কাজ চলছে। একই সঙ্গে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সিটি করপোরেশন থেকে আবারও নগরবাসীকে অনুরোধ করা হয়েছে—বাড়ির ছাদ, টব, অব্যবহৃত পাত্রে যেন পানি জমে না থাকে এবং মশার সম্ভাব্য প্রজননস্থল দেখলে সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসে দ্রুত জানানোর।
Leave a Reply