গাজীপুরের শ্রীপুরে দুই কেজি গাঁজাসহ সুইটি আক্তার লীমা (৫৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
মঙ্গলবার (০৯-ই মে) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুন বাজার হাকিম পাগলার বাড়ি থেকে ওই নারীকে আটক করা হয়।
আটকৃত সুইটি আক্তার লীমা ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি গ্রামের মৃত শুভ মিয়ার স্ত্রী। তিনি গাঁজা বিক্রির উদ্দেশ্যে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুন বাজার এলাকার হাকিম পাগলার বাড়িতে থাকেন।
শ্রীপুর থানাধীন মাওনা অস্থায়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক মোঃ রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার গাজীপুর ইউনিয়নের ধনুয়া নতুন বাজার হাকিম পাগলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সুইটি আক্তার লীমা নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানাধীন মাওনা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস.আই) মোঃ মিন্টু মিয়া জানান, আটকৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তাকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply