বরিশালে ডিআইজি কাপ অনূর্ধ্ব-১৪ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত :
রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
বরিশালে ডিআইজি কাপ অনূর্ধ্ব-১৪ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ফর্মার ক্রিকেটার্স ক্লাব বরিশালের আয়োজনে জেলা পুলিশ লাইন্স গ্রাটিটিউড হলে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ কমিশনার, ১০ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আবু আহম্মদ আল মামুন, আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আব্দুস সালাম, জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply