গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযান ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে পাঁচজনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকার আজগর আলীর ছেলে রুবেল রানা (৪০)কালামপুর এলাকার সবুজ উদ্দিন সাবুর ছেলে মাসুদ রানা (৪৩)বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার বালিয়া গ্রামের আবু তাহেরের ছেলে স্বপন মোল্লা (৩০)কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেন
ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রনি সরকার। কালিয়াকৈর থানা পুলিশের ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। প্রথমে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে, ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রনি সরকারকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে তাদের গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়।
Leave a Reply