1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
অবৈধ প্রবাসীদের সুখবর দিলো আরব আমিরাতে - দৈনিক আমার সময়

অবৈধ প্রবাসীদের সুখবর দিলো আরব আমিরাতে

মোহাম্মদ আরমান চৌধুরী, ইউ এ ই প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
অবৈধ প্রবাসীদের সুখবর দিলো আরব আমিরাত
যথাসময়ে পাসপোর্ট/দেশত্যাগে ট্রাভেল পারমিট করিয়ে দেয়ার ক্ষেত্রে সরকার, দূতাবাস ও কনস্যুলেট খুবই সক্রিয়। ছবি : সংগৃহীতসংযুক্ত আরব আমিরাতে চলছে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের বৈধ হবার বিশেষ সুযোগ সাধারণ ক্ষমা। এ সাধারণ ক্ষমার মেয়াদকাল ৩১ অক্টোবর থেকে বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আরো ২ মাস বাড়ানো হয়েছে। ফলে অবৈধরা বৈধ হয়ে দেশটিতে অবস্থান করার অথবা বৈধভাবে দেশে চলে যাবার সুযোগ পাচ্ছেন। প্রবাসীরা এ সুযোগটা লুপে নিতে সকলকে আহবান জানান।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ১০ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীদের মধ্যে অবৈধ প্রবাসীদের সংখ্যাও কম নয়। দীর্ঘদিন ধরে আমিরাতে দেশীয় শ্রমিকদের ভিসা বন্ধ থাকায় এ সংখ্যা বেড়েই চলেছে। এমতাবস্থায় আমিরাতের সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীদের একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়।

আল বোরাক গার্মেন্টস আজমানের ডাইরেক্টর নারী উদ্যোক্তা শেফালী আক্তার আঁখি জানান, সাধারণ ক্ষমায় অবৈধরা ভিসা লাগিয়ে বৈধ হতে পারলেও ভিসা অভ্যন্তরীণ পরিবর্তনের সুযোগ না থাকাতে চাহিদা মাফিক দেশীয় কর্মী পাচ্ছেন না অনেক প্রতিষ্ঠান। ফলে তারা দেশীয় শ্রমিক সংকটে আছেন। ব্যবসা বাণিজ্য ও কাজকর্মের পরিধি বাড়াতে পারছেন না।

দুবাই স্কাইজোন ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক হারুন রশিদ জানান, সংযুক্ত আরব আমিরাতে আবারো সাধারণ ক্ষমার মেয়াদ দুই মাস বাড়ালো দেশটির সরকার। ক্ষমাপ্রার্থীদের অনেকে নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ হতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সময়সীমা বৃদ্ধির ঘোষণায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্বস্তি বিরাজ করছে।

দুবাই হাবিবুর রহমান টাইপিং এর স্বত্বাধিকারী হাবিবুর রহমান জানান, প্রবাসীদের প্রত্যাশা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট হবেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, পহেলা সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণার পর বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সেবা দিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুটি মিশন থেকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারেন সে লক্ষ্যে মিশনের পাসপোর্ট উইং এবং লেবার উইংকে স্বয়ংক্রিয় করতে জনবলও বাড়ানো হয়েছিল। তবে যারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে ৩১ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি, তারা এখন নির্বিঘ্নে সুযোগটি গ্রহণ করতে পারছেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকারের দেয়া সাধারণ ক্ষমা ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত আরো দুই মাস বৃদ্ধি করা হয়েছে। আমি আহ্বান করবো যারা এখনো পর্যন্ত অবৈধ আছেন তারা যেন এই সুযোগটা কাজে লাগান। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা হারিয়ে গেছে অথবা নতুন পাসপোর্ট করাতে চান সেসব বাংলাদেশিদের দ্রুত পাসপোর্ট করিয়ে নিয়ে ক্ষমার বর্ধিত সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন।

তিনি বলেন, মেয়াদ দু’ মাস বাড়ানোয় (১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) যেমন প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে, তেমন আমরাও চাই বৈধতা লাভে ভিসা প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিরা যেন সুযোগটি কাজে লাগাতে পারেন। সেজন্য সহজতর পরিসেবা বৃদ্ধি ও বিশেষ ব্যবস্থাসহ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে যথাসময়ে পাসপোর্ট/দেশত্যাগে ট্রাভেল পারমিট করিয়ে দেয়ার ক্ষেত্রে সরকার, দূতাবাস ও কনস্যুলেট খুবই সক্রিয়।

তিনি আরো বলেন, দুবাই আল আবির সেন্টারে কনস্যুলেটের হেল্প ডেস্ক রয়েছে। সেখান থেকেও সহযোগিতা নেয়া যেতে পারে। আমিরাতের প্রসিদ্ধ বা বড় কোম্পানিগুলোর পক্ষ থেকে আবির সেন্টারে বুথ খোলা হয়েছে। উল্লেখ করে কর্মসংস্থানে সেখানেও যোগাযোগ করার পরামর্শ দেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল।

বাংলাদেশ কনস্যুলেট দুবাইর কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল  জানান, সাধারণ ক্ষমা শুরু হওয়া ১লা সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দুবাই থেকে সাধারণ ক্ষমার আওতায় সেবা নিয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮শ ৬৩ জন অভিবাসী। এ সময় প্রবাসীরা ই-পাসপোর্ট গ্রহণ করেছেন ১ লাখ ২৭ হাজার ৬৭০, মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করেছেন ১৮ হাজার ৫শ ৯৮ জন। হাতে লিখা পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করেছেন ৯ হাজার ৭৩৭টি, সর্বমোট ১ লাখ ৩৮ হাজার ৫৭১ জন প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিতে পাসপোর্ট গ্রহণ করেছেন। ট্রাভেল পারমিট নিয়ে দেশে গেছেন ১১ হাজার ৪৬৫ জন অবৈধ অভিবাসী।

অপরদিকে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস আবুধাবির কাউন্সিলর (পাসপোর্ট এন্ড ভিসা) সাইফুল ইসলাম জানান, আবুধাবিতে প্রবাসীরা ই-পাসপোর্ট গ্রহণ করেছেন ৭ হাজার ২১০ জন, মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করেছেন ৪ হাজার ৫শ ৯৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com