1. : admin :
সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা নিরাপদে ফিরেছে - দৈনিক আমার সময়

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা নিরাপদে ফিরেছে

Reporter Name
    প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি: 
বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন পথে নৌযান চলাচল বন্ধ ছিল। এ কারণে সেন্টমার্টিনে ঘুরতে আসা পর্যটকেরা আটকা পড়েন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে তারা ফিরছেন।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় পর্যটকরা টেকনাফ দমদমিয়া জাহাজ ঘাটে পৌঁছার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া।
তিনি বলেন, ‘সোমবার সকালে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়। এতে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ তিনটি জাহাজে করে প্রায় আড়াইশ পর্যটক দ্বীপে পৌঁছায়। আবার এসব জাহাজ ফেরার সময় আটকা পড়া হাজার পর্যটক ফিরে আসবে।’
জাহাজ চলাচল শুরু হয়েছে জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ আবার চলাচল শুরু করেছে। এসব জাহাজে করে দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরবে।’
এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘একদিন পর জাহাজ চলাচল শুরু হয়েছে। তিনটি জাহাজে করে ২০০-৩০০ পর্যটক দ্বীপে বেড়াতে এসেছে। অনেকে রাত্রী যাপন করবেন। তবে আটকা পড়া পর্যটকসহ অনেকে আজকে দ্বীপ ত্যাগ করার কথা রয়েছে।’
জানতে চাইলে পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক থাকায় ৬৪ জন পর্যটক দ্বীপে বেড়াতে যায়। সেখানে আটকা পড়া পর্যটকদের নিয়ে আনা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com