1. : admin :
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ যানজট - দৈনিক আমার সময়

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ যানজট

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশের বর্তমান পরিবেশে “সড়ক দুর্ঘটনা” একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খবরের কাগজের পাতা খুললেই চোখে পড়বে সড়ক দুর্ঘটনার খবর। কিছুকিছু এলাকায় সড়ক দুর্ঘটনা টেলিভিশনে ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হবেই। এসব দুর্ঘটনার প্রধান কারণ হলো যানজট। “ঢাকা বিশ্বের পঞ্চম ব্যস্ততম শহর।” সারাদেশের সড়ক-মহাসড়কগুলো মরণফাঁদে পরিণত হওয়ার অন্যতম কারণ দ্রুতগামী যানবাহন। চালকরা পর্যাপ্ত প্রশিক্ষিত না থাকায় এসব সড়কে সমস্যা দেখা দেয়। ঢাকার রাস্তায় গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে। এই কারণে, যখনই তারা খালি রাস্তা পায় তখন গাড়িগুলি গতি বাড়ানোর চেষ্টা করে। এতে দুর্ঘটনা ঘটে। শুধু ঢাকা নয়, অন্যান্য ঘনবসতিপূর্ণ শহর যেমন চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। উপরন্তু, সারাদেশের শহর ও শহরে ট্রাফিক দুর্ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রাজধানীর যানজট নিরসনে সীমিত ধারণক্ষমতার সাবওয়ে লাইন ও এলিভেটেড হাইওয়ে স্থাপন করা হয়েছে। তবে যানজট কমবে না। টোকিও মেট্রোপলিটন এলাকায় যানজট একটি বছরব্যাপী সমস্যা, কিন্তু সম্প্রতি এটি অসহনীয় অনুপাতে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, যানজট বাড়ার প্রধান কারণগুলো হচ্ছে সড়কের ধারণক্ষমতার বেশি যানবাহন, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং ট্রাফিক লাইট উপেক্ষা করা। দেশের পাবলিক ফুটপাতে ক্রমাগত লুটপাট হচ্ছে, খালি ফুটপাতে দোকান, আশ্রয়কেন্দ্র এবং মোটরসাইকেল পার্কিং লট তৈরি করা হচ্ছে। এতে মানুষ ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে আসে। ট্রাফিক দুর্ঘটনা ঘটে। উপরন্তু, বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ি পার্কিং যানজটের দিকে পরিচালিত করে এবং পরোক্ষভাবে গাড়ি চালানো দুর্ঘটনার দিকে পরিচালিত করে। ঢাকার উপকণ্ঠে পুরনো ও অনুপযোগী গাড়ি চলাচল করে, যা দুর্ঘটনার অন্যতম কারণ। অধিকাংশ অবৈধ চালক ও অনিবন্ধিত যানবাহনকে পুলিশ কর্মকর্তাদের হাতে ধরা পড়ে টাকার বিনিময়ে বৈধ করা হয় বা তাদের মামলা কাগজে কলমেই থেকে যায়। এই নিয়মগুলি সঠিকভাবে প্রয়োগ করতে হবে। সরকার ফ্লাইওভার এবং মেট্রো-রেল এবং তাদের নির্মাণের মতো অপরিকল্পিত প্রকল্প নিয়ে ব্যস্ত, যার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে কিন্তু ট্রাফিক প্রবাহ সহজ করার কোন সুযোগ নেই। আমরা আশা করি, সরকার দেশপ্রেমিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এমনভাবে সড়ক নির্মাণ করবে যাতে একদিকে যেমন যানজটের সমস্যা দূর হয়, অন্যদিকে সড়কে যানবাহনের গতি বাড়ে। আইনি পার্কিং লট এবং ফুটপাত দখল করে রাস্তা সংকীর্ণ করে এমন কার্যকলাপ এড়িয়ে চলতে হবে। নাগরিক দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। জনগণের স্বার্থে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরকারকে অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com