1. : admin :
রমজানে বনানী থানা এলাকায় জনদূর্ভোগ ঠেকাতে বাড়তি নিরাপত্তা জোরদার:ওসি কাজী সাহান হক - দৈনিক আমার সময়

রমজানে বনানী থানা এলাকায় জনদূর্ভোগ ঠেকাতে বাড়তি নিরাপত্তা জোরদার:ওসি কাজী সাহান হক

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

পবিত্র মাহে রমজানে রাজধানীর ডিপ্লোমেটিক জোন কুটনীতিক পাড়া নামে পরিচিত বনানী থানা।রাজধানীর অন্য এলাকার নিরাপত্তা চেয়ে এই এলাকার নিরাপত্তা সর্বোচ্চ জোরদার করা হয় ।বনানী থানা এলাকায় রয়েছে স্বনামধন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান।তাই এই এলাকায় জননিরাপত্তা ও জনদূর্ভোগ সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছেন বলে জানান ডিএমপি বলানী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ(ওসি)কাজী সাহান হক।

উক্ত এলাকার আশপাশের সড়কের জনদূর্ভোগ কমিয়ে আনতে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রতিনিয়ত কাজ করেছেন ডিএমপি বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাজী সাহান হক।

তারাই ধারাবাহিকতায় ডিএমপি বনানী থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাজী সাহান হক এর সার্বিক দিক-নির্দেশনায় পবিত্র মাহে রমজান এর প্রথম দিন থেকে অদ্যবধী থানার প্রতিটি অফিসার ফোর্সদের দের কড়া হুঁশিয়ারি দিয়েছেন পবিত্র রমজান মাসে থানা এলাকার জনগনের হাঁটার রাস্তায় কোনো রকম হকার থাকতে পারবেনা হকারমু্ক্ত নগরী গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ডিএমপি বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাজী সাহান হক।

এই বিষয়ে ডিএমপি বনানী থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী সাহান হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন,রমজানকে বলা হয় সংযম ও আত্মশুদ্ধির মাস। রমজান মাসের শুরু থেকে রাজধানীতে যানজট সংকট প্রকট হয়ে ওঠে।বিশেষ করে রাজধানীর বনানী থানা এলাকাটি ডিপ্লোমেটিক আবাসীক এলাকা।এখানে বেশ কয়েকটি স্বনামধন্য ছোট বড় বিপনী বিতান থাকাতে রমজানে এই এলাকায় অসহনীয় যানজট দেখা দেয়।যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে এধরনের তদারকির কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com