1. : admin :
বরিশালে পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধে পুলিশ কমিশনারের কঠোর হুঁশিয়ারি - দৈনিক আমার সময়

বরিশালে পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধে পুলিশ কমিশনারের কঠোর হুঁশিয়ারি

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঈদে ঘরমুখো মানুষের যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে বরিশাল বাস ও লঞ্চ মালিক-শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। এ সময় তিনি পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধের কঠোর হুঁশিয়ারি দিয়ে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন। এছাড়া ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সবার সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, পরিবহন ও ট্র্যাফিক ব্যবস্থাপনা, পরিবহনের এন্ট্রি-এক্সিট পয়েন্ট নির্ধারণ, পার্কিং ব্যবস্থা, টার্মিনাল কিংবা স্টেশনে যেকোনো ধরনের যাত্রী হয়রানি বন্ধকরণ, যাত্রীদের প্রত্যাশিত সেবা নিশ্চিতকরণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সার্বিক যানজট নিরসন, যাত্রীবাহী লঞ্চে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখার কথাও উল্লেখ করেন। এছাড়া সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় সাধন করে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় মালিক-শ্রমিক সমিতির নেতারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বাস ও লঞ্চ মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com