1. : admin :
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে চলছে "দ্বৈরথ -The Tale Of Millennium" - দৈনিক আমার সময়

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে চলছে “দ্বৈরথ -The Tale Of Millennium”

মোস্তাফিজ সুমন, সিনিয়র রিপোর্টার
    প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
স্বাধীন চলচ্চিত্র নির্মাতা মৃত্তিকা রাশেদ পরিচালিত ‘দ্বৈরথ – The Tale Of Millennium” প্রিমিয়ার হতে চলছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুধবার,২৪ জানুয়ারি বিকেল ৫টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। মৃত্তিকা রাশেদ জানিয়েছেন, “২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা শর্ট ফিল্ম বিভাগে আমার প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ- A Burning Soul” দ্বিতীয় রানার আপ পুরস্কার জেতায় যে পুরস্কারের অর্থ পেয়েছিলাম তা দ্বিতীয় চলচ্চিত্র “দ্বৈরথ” নির্মাণে সহায়তা করেছে। ‘দ্বৈরথ’ উৎসবের ‘শর্ট এ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম’ বিভাগে প্রদর্শিত হবে। আমি চলচ্চিত্র প্রেমীদের আমার চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানাই”।
‘দ্বৈরথ’ চলচ্চিত্রটির প্রোটাগনিস্ট সোমনাথ একজন থিয়েটার আর্টিস্ট। পুরান ঢাকার ছোট্ট দু’রুমের বাসায় ছেলে বিশ্বজিৎ-কে নিয়ে তিনি থাকেন। সিনেমা বানানোর তীব্র আকাঙ্খা থেকে স্ক্রিপ্ট লিখছেন এবং দীর্ঘদিন যাবত একজন প্রডিউসার খুঁজছেন। পরিশেষে তার দেখা হয় প্রডিউসার শশাঙ্ক এর সাথে। তবে সিনেমার আর্ট ফর্ম, গল্প, রুচি এবং বাণিজ্যিকিকরণ এর বিষয়ে তাদের মধ্যে বিশাল মতপার্থক্য। এ থেকে তাদের মাঝে দ্বন্দের সূত্রপাত। একইসাথে সোমনাথের সিজোফ্রেনিয়া দিন দিন গুরুতর হয়ে উঠছে। বাস্তব ও বিভ্রম এর মাঝে তিনি হারিয়ে যাচ্ছেন।
“দ্বৈরথ- The Tale Of Millennium” এ অভিনয় করেছেন অনন্ত হীরা, শাওন আশরাফ ও অয়ন শাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com