1. : admin :
জাতীয় বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা - দৈনিক আমার সময়

জাতীয় বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা

নাজমুল ইসলাম মন্ডল
    প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
আধুনিক এবং আরবি শিক্ষার সমন্বয়ে গড়ে উঠা তাযীমুল উম্মাহ ফাউন্ডেশন,ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা,অংক ইংরেজি,বিজ্ঞান,অর্থনীতি,সমাজ বিজ্ঞান রাষ্ট্র বিজ্ঞান,সহ জাতীয় শিক্ষায় অভুতপূর্ব ভূমিকা রেখে চলেছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন,তারি ধারাবাহিকতায় জাতীয় বিজ্ঞান মেলায় ৪৫০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতায় প্রথম স্হান অর্জন করেছে।
DRMC SCIENCE FESTIVAL -2024  প্রজেক্ট ডিসপ্লে সেগমেন্টে সারা বাংলাদেশের ৪৫০ টি প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন,প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা মেইন ক্যাম্পাস।
 প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফিস উসমান।
উল্লেখ্যযে ইতিপূর্বে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলায় ২০০৭, ২০১২ সালে চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলায় সারাদেশে ২য় স্থান অর্জন করে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা।
এছাড়াও বিএএফ শাহিন ঢাকা আয়োজিত ৫ম জাতীয় বিজ্ঞান উৎসব ২৩’ এ “প্রজেক্ট ডিসপ্লে” সেগমেন্টে ‘চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা।
সফলতার বিষয় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আল মামুন বলেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা আধুনিক এবং ধর্মীয় শিক্ষার সমন্বয়ে দেশ এবং জাতির কল্যাণে এগিয়ে যাচ্ছে,তারি ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে সাফল্যের শীর্ষে অবস্থান করে আসছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা,এবারও তার ব্যাতিক্রম ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com