সভাপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এনামুল হক মোল্লা বলেন, “পবিত্র মক্কা নগরী—যেখানে আল্লাহর প্রিয় বান্দাদের আগমনে সর্বদা মুখরিত থাকে—সে মহান স্থানে মক্কা মেছপালা মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পেয়ে আমি প্রাদেশিক বিএনপির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এনামুল হক মোল্লা আরও বলেন, “আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এজন্য আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্রও হয়েছে। তবে আল্লাহর রহমতে এবং দেশের মানুষের দোয়া ও ভালোবাসায় আমি আজ একজন সফল ব্যবসায়ী। সৌদি আরবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি।”
প্রবাসী এই নেতা দেশ-বিদেশের সর্বস্তরের জনগণের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সবার দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, প্রবাসে থেকেও দেশের কল্যাণে অবদান রাখার প্রয়াস অব্যাহত রাখবেন।
এনামুল হক মোল্লার এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, এই দায়িত্বে তিনি সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সেবায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
Leave a Reply