প্রবাসী সাংবাদিকদের সংগঠন সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ২য় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানী রিয়াদ শহর থেকে প্রায় একশ কিলোমিটার দূরে উপ-শহর আল-খারিজে অনুষ্ঠিত হয় বনভোজন। প্রাকৃতিক নৈসর্গিক অঞ্চল হিসেবে পরিচিত আল খারিজে সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের আয়োজিত বনভোজনে অংশ নেন রিয়াদ এবং আল খারিজের বিভিন্ন শ্রেণীপেশার প্রবাসীরা। প্রবাসে কর্মব্যস্ত জীবনের ফাঁকে বনভোজনের এ দিনটিকে নিজেদের করে নেন তারা। পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।তেলোয়াত করেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোর সৌদিআরব প্রতিনিধি মো: রুস্তম খান।ফোরামের সভাপতি ও সৌদিআরব আর টিভি ব্যুরোচীফ মো: আবুল বশির অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শীতের আমেজকে আমন্ত্রণ জানান। শুরুতেই বনভোজনে উপস্থিত প্রবাসীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। চোখ বেঁধে হাড়িভাঙ্গা, চেয়ার খেলা, বেলুন ফুটানো সহ গ্রামবাংলার নানান খেলায় অংশ নিয়ে প্রবাসীরা ক্ষনিকের জন্য ফিরে যান নিজেদের শৈশব কৈশরের আনন্দে।
সামাজিক সংগঠন হাঁসির উদ্যোক্তা মোসলেহ্ উদ্দিন মুন্নার সার্বিক সহযোগিতায় আল খারিজের কমিউনিটি সেন্টার আল-মাজ এ অনুষ্ঠিত বনভোজন এ উৎসবে সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামকে সার্বিক সহযোগিতা করেন রিয়াদে বাংলাদেশী খাবারের খ্যাতনামা প্রতিষ্ঠান ফুড হাউজ ও প্রিমিয়াম সুইটস্ এর স্বত্বাধিকারী মীর রাসেল সুজন, সৌদিআরবে বাংলাদেশীদের স্বাস্থ্য সেবার অন্যতম উদ্যোক্তা প্রতিষ্ঠান ডিএমসি গ্রুপ ও সানসিটি মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন, বাংলাদেশী প্রতিষ্ঠান এ, কে,ফুডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম, বাংলাদেশী প্রতিষ্ঠান দিনা সুপার মার্কেটের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, সৌদিআরব প্রবাসীদের রেমিটেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান ফাওরী ব্যাংকের মার্কেটিং ম্যানেজার মাছুম বিল্লাহ্, সৌদি টেলিযোগাযোগ খাতের অন্যতম প্রতিষ্ঠান ফ্রেন্ডী সিম ও ফ্রেন্ডী পে এবং প্রবাসী সেবা কেন্দ্র।
সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির সৌদিআরব প্রতিনিধি আরিফুর রহমানের যৌথ পরিচালনায়, আলোচনা পর্বে বনভোজনে অংশ নেওয়া অতিথিরা একে অপরের সাথে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে তাদের মতামত তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি, প্রবাসী কুমিল্লা জেলা সোসাইটির সভাপতি ও সৌদিআরবে বাংলাদেশী বিনিয়োগকারী আলহাজ নুরুল ইসলাম।কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও বিশিষ্ট ন্যানো বিজ্ঞানী ড. রেজাউল করিম মিলন। বাংলাদেশ বিমানের রিয়াদ রিজিওনাল ম্যানেজার ফারুক আল মামুন। সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এম আর মাহবুব। চিকিৎসক ডাঃ বাপ্পী।সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ জলিল রাজা। রাজনৈতিক ব্যক্তিত্ব মো: ফারুক। রাজনৈতিক ব্যক্তিত্ব আলিনুর ইসলাম রনি, আল খারিজ প্রদেশ রাজনৈতিক ব্যক্তিত্ব জিয়া উদ্দিন বাবলু, রাজনৈতিক ব্যক্তিত্ব মোরশেদ আলম, আলখারিজ প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সংগঠক ইমাম হোসেন, মোহাম্মদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী পেয়ার আহমেদ ভূইয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব বাবু নন্দ লাল সরকার, শ্রী বাবুল দাস, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ উজ্জল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল-কাসিম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এবং প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিত্ব জামাল উদ্দিন জামালী, কবি সাহিত্যিক ও সাংবাদিক শাজাহান চঞ্চল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (বাংলা শাখা) শিক্ষক খাদেমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ময়নামতি হোটেল এর ব্যবস্থাপনা পরিচালক জামিরুল ইসলাম, মেডিনোভা মেডিকেল এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ নূর আলম দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলী হোসেন, ফেনী প্রবাসী ফোরাম সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব কামাল হোসেন পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নও খেলাধুলা বিভাগের পরিচালনায় ছিলেন সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের সহ সভাপতি ও যমুনা টিভির সৌদিআরব প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার, সহ সাধারণ সম্পাদক ও বাংলা টিভির রিয়াদ প্রতিনিধি এ কে আযাদ লিটন, ডিবিসি নিউজ ও দৈনিক জনকন্ঠের সৌদিআরব ব্যুরোচীফ এইচ এম হেমায়েত, সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও বাংলা টিভির আবহা প্রতিনিধি ইব্রাহিম খলিল, সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের অর্থ বিষয়ক সম্পাদক ও পল্লী টিভির রিয়াদ প্রতিনিধি শাহজাহান সোহাগ, দৈনিক আমার সময় পত্রিকার সৌদিআরব প্রতিনিধি মিজানুর রহমান বাবু, সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ও দৈনিক আমার কাগজের প্রতিনিধি আল আমিন।
রিয়াদ ও আল খারিজ অঞ্চলের প্রায় চার শতাধিক প্রবাসী স্বপরিবারে বনভোজন অনুষ্ঠানে অংশ নেন। প্রবাসীদের বিনোদনের জন্য অনুষ্ঠানে ছিলো নাচ, গান, শিশুদের যেমন খুশি তেমন সাজো সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান প্রাণবন্ত করতে নানা আয়োজনের মধ্যে অন্যতম ছিলো আর্কষণীয় র্যাফেল ড্র পুরস্কার। বনভোজনের শেষ পর্বে খাওয়া-দাওয়া শেষে শুরু হয় নানা ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণী। মধ্যরাত অবদি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলের আড্ডা ও বনভোজনের আনন্দ উপভোগ শেষে নিজেদের মত কাটিয়ে প্রবাসীরা ফিরেন নিজ নিজ গন্তব্যে।
Leave a Reply