1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
সিরিয়ায় বিদ্রোহীদের উত্থানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী ইরানের - দৈনিক আমার সময়

সিরিয়ায় বিদ্রোহীদের উত্থানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী ইরানের

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সিরিয়ায় বিদ্রোহীদের উত্থানের পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশির অভিযোগ, এই দু’দেশের ষড়যন্ত্রেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এমন পরিস্থিতিতে বাশার আল আসাদ সরকারকে সমর্থন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) বাগদাদে, ইরাক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর রয়টার্স।

পররাষ্ট্রমন্ত্রী আরাকশি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সিরিয়ার সরকার ও জনগণের লড়াইয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সন্দেহাতীতভাবে আমেরিকা- ইহুদি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্রের অংশ এই হামলা হয়েছে। সন্ত্রাসীদের কর্মকাণ্ড শুধু সিরিয়াতেই সীমাবদ্ধ থাকবে না। আশপাশের প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়বে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন বলেন, সিরিয়ার শহরগুলোতে যে সশস্ত্র হামলা চলছে ইরাক তার নিন্দা জানায়। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী এসব গোষ্ঠী সন্ত্রাসী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশ্বের যেকোনো প্রান্তেই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাই আমরা। ইরাক এর সবচেয়ে বড় ভুক্তোভুগি।

উল্লেখ্য, অল্প সময়ের মধ্যে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস ও তাদের মিত্ররা সিরিয়ার গুরুত্বপূর্ণ দুই শহর আলেপ্পো ও হামা দখল করে নিয়েছে। এমনকি কৌশলগত আরেক গুরুত্বপূর্ণ শহর হোমসের সীমান্তে পৌঁছে গেছেন বিদ্রোহী গোষ্ঠীরা। এতে বড় ধরনের চাপের মুখে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার মিত্রদেশ রাশিয়া ও ইরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com