কক্সবাজার সিটি কলেজের নতুন এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিনকে, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণের ফুলেল ভালবাসায় সিক্ত হলেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় অধ্যক্ষ জসিম উদ্দিন প্রথমবারের মতো কক্সবাজার সিটি কলেজে প্রবেশ করলে এসময় থাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা এবং শিক্ষকমণ্ডলী সহ অভিভাবকরা।
এই সময় নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন বলেন, “কলেজটির সকল সমস্যা সমাধান করে উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবো।”
কলেজের শিক্ষার মান বৃদ্ধিতে অধ্যক্ষ জসিম উদ্দিনের নেতৃত্বে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন কলেজ অধ্যক্ষ ক্য থিং অং।
পরে সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন কলেজের বিভিন্ন বিভাগ এবং ক্যাম্পাস পরিদর্শন করেন। পরে বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে আলোচনা করেন।
Leave a Reply