তালা উপজেলার বড় কাশিপুর গ্রামে মো. রাজিবুল নামে এক পুলিশ কর্মকর্তা ক্ষমতার দাপট দেখিয়ে অসহায় কৃষকের জমিতে লাগানো কাঁচা ধান কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২০ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার বড় কাশিপুর গ্রামে। এ সময় বন্ধকী জমির কাঁচা ধান কেটে বিনষ্ট করার অভিযোগ ওঠে ঐ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।স্থানীয়রা জানান, যে জমিতে ধান কাটতে যায় এই জমিটি রাজিবুলের ছোট ভাই মোহাম্মদ শরিফুল ইসলাম তার পিতার মৃত্যুর আগে বন্ধক দেন মোহাম্মদ হায়দার শেখের কাছে ২ লক্ষ ৫০ হাজার টাকায় । এছাড়াও মোহাম্মদ মোক্তার আলী খানের কাছে ২ লক্ষ টাকা, মোহাম্মদ হযরত আলীর কাছে ২ লক্ষ টাকা ও মোহাম্মদ কাশেম শেখ এর কাছে ৩ লক্ষ টাকার জমি বন্ধক রাখে। এই জমিতে পুলিশ কর্মকর্তা রাজিবুল জোরপূর্বক কাঁচাধান কাটতে যায়, তখন মহম্মদ হায়দার আলী সহ কয়েকজন বাধা দেয় তারপরও অনেক ধান কেটে রাজিবুল নষ্ট করে দেন।এ বিষয়ে পুলিশ কর্মকর্তা রাজিবুল বলেন, আমার উপর যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমার আব্বা মারা যায় ২০১৭ সালের ৯ এপ্রিল । আমি ও আমার মেজো ভাই মোহাম্মদ ওলিউর রহমান বাইরে থাকার সুবাদে আমার ছোট ভাই শরিফুল ইসলাম আমার আর মেজ ভাইয়ের জমি বন্ধক রাখে। সেই টাকা আমি কেন দিব।এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত ) মোহাম্মদ কাছেদ মুন্সি বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি আমরা তদন্ত করে দেখছি যারা দোষী অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply