রিয়াদ- মানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানি লন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের পাঠানো অর্থের গুরুত্ব অপরিসীম।তাই বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ চ্যানেলে দেশে আনার জন্য উৎসাহিত করতে প্রথম ২০১৯ সালের ১ জুলাই সরকার প্রবাসী আয়ের বিপরীতে ২ শতাংশ প্রণোদনা বা নগদ সহায়তার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের কারণে ২০১৯-২০ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৮২০ কোটি মার্কিন ডলার। যা আগের ২০১৮-১৯ অর্থবছর থেকে প্রায় ১৩ শতাংশ বেশি। এই ধারাবাহিকতা অনুসরণ করে ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় আসে ২ হাজার ৪৮০ কোটি মার্কিন ডলার। যা ২০১৯-২০ অর্থবছর থেকে ৩৬ শতাংশ বেশি।
প্রণোদনার কারণে রেমিট্যান্সের হার বৃদ্ধি পাওয়ায় সরকার ২০২১ সালে প্রণোদনার হারও বৃদ্ধি করে।কিন্তু ২০২১ সালে রেমিট্যান্সের হার মাত্র ১.৪৪ শতাংশ বৃদ্ধি পেলেও।২০২২ সালে এই হার বৃদ্ধি না পেয়ে বরং ৩.৬৯ শতাংশ কম আসে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স আসে ৭.২২৬ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের এই চার মাসের তুলনায় ৭১.১৮ শতাংশ কম। গত বছরে এই চার মাসে রেমিট্যান্স এসেছিল ২৫ বিলিয়ন ৭০ মিলিয়ন মার্কিন ডলার।
ব্যাংক খাতের সংশ্লিষ্টরা মনে করেন, হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানোই বাংলাদেশে প্রবাসী আয় কমে যাওয়ার বড় কারণ। বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি জন্য সরকারের আড়াই শতাংশ প্রণোদনার সঙ্গে এবার ব্যাংকগুলো আরও বাড়তি আড়াই শতাংশ প্রণোদনা দিবে। নতুন এই নিয়মে এখন বৈধ চ্যানেলে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠালে মোট ৫ শতাংশ প্রণোদনা মিলবে। গত ২১ অক্টোবর শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মধ্যস্ততায় অনুষ্ঠিত ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেইঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) এক ভার্চুয়াল যৌথ সভায় এমন সিদ্ধান্ত হয়। কিন্তু রেমিট্যান্স নিয়ে সরকার ও ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে পাঁচ শতাংশ প্রণোদনা কার্যকর এখনও হয়নি।
ভুক্তভোগী এক প্রবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রধান কার্যালয় হতে কোনো নির্দেশনা না পাওয়ায় ব্যাংকগুলো ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছেন না। তবে ব্যাংক গুলো পূর্বের ঘোষিত আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছেন। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স প্রবাহে দেখা দিয়েছে ভাটা। এ পরিস্থিতিতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে উদ্বুদ্ধ করতে ঘোষিত পাঁচ শতাংশ প্রণোদনা দ্রুত কার্যকর করার দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা।
Leave a Reply