1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
সচিবালয়ে কর্মরতদের রাজপথে নামার আহবান জানালেন ববি হাজ্জাজ - দৈনিক আমার সময়

সচিবালয়ে কর্মরতদের রাজপথে নামার আহবান জানালেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

বর্তমান সরকারকে আর কোন সহযোগিতা না করে আন্দোলনরত বিরোধী দলগুলোর সাথে সংহতি জানিয়ে রাজপথে নামার আহবান জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

অদ্য শনিবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মালিবাগ মোড়ে সরকার পতনের এক দফা দাবি আদায়ে যুগপৎ কর্মসূচির অংশ হিসাবে “মুক্তির মহাসমাবেশ” থেকে এই ঘোষণা দেন তিনি।

এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে৷ সরকার যদি আজ বিএনপি বা অন্যকারো সমাবেশে আক্রমণ করে বা সহিংসতা তৈরি করে তাহলে আজ রাত থেকেই পরিস্থিতি বদলে যাবে৷ যেকোন পরিণতির দায় তখন ক্ষমতাসীনদেরই নিতে হবে।”

ববি হাজ্জাজ বলেন, “আমরা আজ শান্তিপূর্ণ সমাবেশ করে ঘরে ফিরে যেতে চাই৷ আগামী ৩০ অক্টোবর গণতন্ত্রকামী সব বিরোধীদল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ঘেরাও কর্মসূচি দিব বলে সিদ্ধান্ত আছে৷ বিএনপির মহাসচিব এর চূড়ান্ত ঘোষণা দিবেন৷ আমি সচিবালয়ে কর্মরত সকলকে আহবাব জানাব আমাদের সাথে আপনারাও সেদিন রাজপথে নেমে আসবেন৷ এই ভোটচোর, ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হয়ে আপনারা আর কাজ করবেন না৷ দেশ বাঁচাতে এটাই হোক আপনাদের ভূমিকা।”

এনডিএম এর মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com