1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন - দৈনিক আমার সময়

মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪

মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের ১৭ সদস্যের নতুন ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট কাজী মানছুরুল হক খসরুকে সভাপতি ও সাংবাদিক মুস্তফা মনওয়ার সুজনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১৯ জুন নোয়াখালী জেলা শহর মাইজদীর দত্তের হাটে হাসু ভিলায় সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সম্পাদক মুস্তফা মনওয়ার সুজন সভা পরিচালনা করেন।

নতুন কার্যনির্বাহী পর্ষদের অন্য কর্মকর্তারা হলেন- সভাপতিমন্ডলীর সদস্য সংগীত শিল্পী মো. কামাল উদ্দিন ও সিনিয়র সাংবাদিক ফিরোজ আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল আউয়াল চঞ্চল, কোষাধ্যক্ষ রাবেয়া আক্তার আঁখি, সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত আলম কাব্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সানজিদা সুলতানা, অনুষ্ঠান সংগঠক সংগীত শিল্পী রায়হান কায়সার শাওন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সংগীত শিল্পী ফাতেমা তুজ জহুরা।

সাতজন নির্বাহী পর্ষদ পরিচালক হলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু, যুক্তরাজ্যের সৌধের পরিচালক টি এম আহমেদ কায়সার, অধ্যাপক শিরিন আক্তার, অধ্যাপক ইমাম হাসান মুক্তি, স্কুলশিক্ষক রেহানা আক্তার, সাউথ এশিয়া ইনস্যুরেন্সের ব্যবস্থাপক আহসানুল কবির সিদ্দিক ও সাংবাদিক আপন অপু।

সাধারণ সভা শেষে জমকালো ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। সংগীতানুষ্ঠানে যোগ দেন স্বনামধন্য শিল্পীরা।

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণিভুক্ত গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেমের লেখা গান চর্চা ও সংরক্ষণের লক্ষ্যে ২০২০ সালে যাত্রা শুরু করে মোহাম্মদ হাশেম ফাউন্ডেশন। আঙ্গোবাড়ি নোয়াখালী রয়াল ডিস্টিক ভাই, আল্লায় দিছে বল্লার বাসা নোয়াখাইল্লা মাডি, নোয়াখালীর দক্ষিণেদি উইঠছে নোয়া চর-এমন দুই হাজারের বেশি নোয়াখালীর আঞ্চলিক গানের গীতিকার ও সুরকার মোহাম্মদ হাশেম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com