মেহেরপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গনমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে মেহেরপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান।
প্রধান অতিথি কেন্দ্রীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। তিনি প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ এর আলোকে সাংবাদিকদের করনীয় বিষয়ে আলোচনা করেন সেমিনারে।স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন ।
গনমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনারে সাংবাদিকতার নীতিমালা ও প্রেস কাউন্সিল প্রনীত আচরণবিধি নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। এ সময়ে মেহেরপুর জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply