মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৭ গ্রাম হেরোইনসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম।
আটক ব্যক্তিরা হলেন- ধামরাই উপজেলার নান্দেশ্বরী (গুচ্ছগ্রাম) এর মৃত মো. শওকত আলীর ছেলে মোঃ মামুন মিয়া (৩৬) এবং নান্দেশ্বরী আদর্শ গ্রামের মো.আরজু মিয়ার ছেলে শুকুর আলী (৩৪)।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাটুরিয়া উপজেলা হাসপাতালের বিপরীত পাশে হারুনের দোকোনের সামনে পাকা রাস্তার উপর থেকে এই দুজন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।
পরিদর্শক আবুল কালাম জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এরা আগের মামলায় জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সাথে জড়িত হয়েছেন।
এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Leave a Reply