মানিকগঞ্জের দৌলতপুরে ১৫শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪ এপ্রিল) রাত দেড়টায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলার পুলিশ সুপার পিপিএম-বার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ, সফিকুল ইসলাম মোল্যা এর তত্ত্বাবধানে দৌলতপুর থানার একটি অভিযানিক দল এসআই(নিঃ) মীর মো: মোখছেদুল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন বাচামারা ইউনিয়নের চরকল্যানপুর গ্রাম থেকে আসামী কক্সবাজার জেলার চকরিয়া থানার দরবেশ কাটা গ্রামের মৃত নুরুল আব্বাসের ছেলে জিয়া উদ্দিন ওরফে ছোটন (৪৩) কে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, পলাতক আসামী আক্কাস সেক (৩৭), মোছা: সোহাগ ফুল (৩০), এদের সাথে দীর্ঘদিন যাবৎ দৌলতপুর থানা এলাকায় পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্যে ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করিয়া আসছিলাম । গ্রেফতার এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply