ময়মনসিংহে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৪০ বস্তা ভারতীয় চিনিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদরের রঘুরামপুর এলাকা থেকে চিনি জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামের আব্দুল করিমের ছেলে সেলিম মিয়া (২২) ও কুদ্দুছ আলীর ছেলে ইজাজুল ইসলাম (২০)। এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিপুল পরিমাণ চিনি ময়মনসিংহে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে ময়মনসিংহ সদরের রঘুরামপুর এলাকায় তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ তল্লাশি করে চোরাইপথে নিয়ে আসা ভারতীয় ৪০ বস্তা চিনি পাওয়া যায়। এসময় গাড়িতে থাকা ওই দুইজনকে গ্রেপ্তার করে চিনিসহ গাড়ি জব্দ করা হয়। ডিবি’র ওসি আরোও জানান, তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দিয়ে প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। চোরাকারবারি সব চক্রগুলো শনাক্ত করে ধরতে চেষ্টা চলছে।
Leave a Reply