ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল (২৭ জুলাই) শনিবার সকাল সাড়ে ৭টায় এ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর শিববাড়ি দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।এতে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) উত্তম চক্রবর্তী রকেট ও সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকাসহ সারা দেশে সহিংসতায় নিহতদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সহযোগী সংগঠন হিসাবে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও আফজালুর রহমান বাবু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply