জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।
আজ শুক্রবার সকালে ভাষা শহিদদের স্মরণে টোকিওর তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে স্থাপিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রথমে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তাগণ শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জাপানের প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য অতিথিগণ প্রভাতফেরীর মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
অনুষ্ঠানের পরবর্তী অংশে দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত দাউদ আলী জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন। এসময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিকেলে টোকিওর জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ, জাপান, নেপাল ও শ্রীলংকার শিল্পীরা অংশ নেন।
অনুষ্ঠানে মহান শহিদ দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী তার বক্তব্যে মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। রাষ্ট্রদূত অমর একুশের চেতনাকে ধারণ করে মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতির বিকাশসহ সকল জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর শিলিদযি মারওয়ালা তার বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে জাপানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাপানের সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলন।
Leave a Reply