মোঃ আল মামুন, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎষ্পৃষ্টে কবির মিয়া (২৮) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলের দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এই ঘটনা ঘটে। কবির মজলিশলুর ইউনিয়নের আনন্দপুরের জারু মিয়া ছেলে। কবিরের সহকর্মীরা জানান, আজ বৃষ্টির মাঝেই উত্তর সুহিলপুরে একটি বাড়িতে ভবন নির্মাণ কাজ চলছিল। ঢালাই কাজ করতে ভাইব্রেটর মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে কবির যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করা হয়। কবিরের পিতা জারু মিয়া অভিযোগ করে বলেন, আমার ছেলেকে জোর করে বাড়ির মালিক লাইন লাগাতে বলেছে। তাই আমার ছেলে মারা গেছে বলে জানতে পেরেছি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক ইমাম হাসান জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। হাসপাতাল মর্গে মরদেহ রাখা আছে। পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply