দুবাই হবে বিশ্বের নাম্বার ওয়ান, কেন হবে না,দৃঢ়চিত্তে এমন ঘোষণা দিয়েছিলেন দুবাইয়ের শাসক এবং আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাখতুম। বিশ্বের সবচেয়ে বেশি উচ্চতার দালানের পাশাপাশি অন্যতম উঁচু স্থাপনাগুলোর অবস্থানও দুবাইয়ে।
আকাশচুম্বী বুর্জ খলিফার নাম এতদিন সবাই শুনে এসেছেন। এবার দুবাইয়ে তৈরি হতে চলেছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভবন ‘বুর্জ আজিজি’। সেখানে থাকবে বিশ্বের সবচেয়ে উঁচু নাইটক্লাব, সবচেয়ে উঁচু রেস্তোরাঁ, সবচেয়ে উঁচু অবজারভেশন ডেকসহ আকর্ষণীয় অনেককিছু।
সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি রিয়েল এস্টেট ডেভেলপার আজিজি ডেভেলপমেন্টস ‘বুর্জ আজিজি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই এই টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং এটি দুবাইয়ের শেখ জায়েদ রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অন্যান্য উল্লেখযোগ্য ভবনের পাশেই তৈরি হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর আজিজি ডেভেলপমেন্টস বিষয়টি জানিয়েছে।
১.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বুর্জ আজিজি’র নির্মাণ আগামী চার বছরের মধ্যে শেষ হবে, অর্থাৎ ২০২৮ সালে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী বুর্জ আজিজি দুবাইয়ের পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
ভবনটিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, পেন্টহাউস, একটি ৭ তারকা হোটেল, শপিং মল, বিলাসবহুল ফাইন ডাইনিং রেস্তোঁরা এবং দুবাইয়ের দৃশ্য দেখার জন্য একটি পর্যবেক্ষণ ডেক থাকবে।তবে বুর্জ আজিজি’র সঠিক উচ্চতা এখনো প্রকাশ করা হয়নি। তবে যেহেতু বলা হয়েছে এটি দ্বিতীয় সর্বোচ্চ ভবন হতে চলেছে, তাই এর উচ্চতা বুর্জ খলিফার ৮২৮ মিটারের চেয়ে কম হবে। আবার বিশ্বের বর্তমান দ্বিতীয় সর্বোচ্চ ভবন মালয়েশিয়ার মারদেকা-১১৮’র উচ্চতা ৬৭৯ মিটারও এটিকে অতিক্রম করবে।
আজিজি ডেভেলপমেন্টস জানায়, টাওয়ারটি বিশ্বের সর্বোচ্চ হোটেল লবি (১১ তলা), বিশ্বের সর্বোচ্চ নাইটক্লাব (১২৬ তলা) এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেকসহ (১৩০ তলা) বেশ কয়েকটি রেকর্ড তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
ভবনটি দুবাইয়ের সর্বোচ্চ উচ্চতায় রেস্তোঁরার রেকর্ড অর্জন করবে যা বুর্জ খলিফার ১২২ তলার অ্যাটমোস্ফিয়ারের চেয়ে উঁচু হবে।
Leave a Reply