1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বেশি হচ্ছে  ৩১ দফা বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠানে - নাজিমুর রহমান - দৈনিক আমার সময়

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বেশি হচ্ছে  ৩১ দফা বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠানে – নাজিমুর রহমান

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব- নাজিমুর রহমান  বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু পড়লে হবে না, বাস্তবায়নে সকল নেতা কর্মীকে অগ্রগতি হতে হবে এবং অনুধাবন করতে হবে, আগামী নির্বাচন কিছু কিছু বিষয়ে খুব খঠিন, বিএনপির কিছু কিছু কর্মী সমর্থক দুই একটি যায়গায় অপ্রত্যাশিত ঘটনার সাথে জড়িত হলেও, ঘটনার থেকেও বেশি বেশি বাড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। বিএনপির কোন কর্মী যদি চাঁদাবাজির সাথে জড়িত থাকে এবং তার সুস্পষ্ট প্রমান পাওয়া যায় তাহলে তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচার করা হবে।

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা ৩৭ নং মুনিরনগর ওয়ার্ড বিএনপি, বন্দর থানা আয়োজিত ২০ মার্চ ২০২৫ ইং আনন্দ বাজার সাগর পাড় রোডে ডায়মন্ড টাস কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন,  মোহাম্মদ মিঞা ভোলা-  যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি।

বিশেষ অতিথিঃ হানিফ সওদাগর – সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি, আবদুছ সবুর- সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি, জাহিদুল হাসান- সাবেক সাধারণ সম্পাদক, বন্দর থানা বিএনপি, মোঃ হাসান মুরাদ – সাবেক সিনিয়র সহ-সভাপতি, বন্দর থানা বিএনপি, এ্যাডভোকেট মোঃ সেলিম উদ্দিন শাহীন – পাবলিক প্রসিকিউটর, বিভাগীয় সাইবার ট্রাইবুনাল, চট্টগ্রাম।

মোঃ ফারুক আহমেদ – সাবেক সভাপতি, ৩৭নং ওয়ার্ড বিএনপি এর সভাপতিত্বে ও মোহাম্মদ হাসান- সাবেক সাধারণ সম্পাদক, ৩৭নং ওয়ার্ড বিএনপি এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর, মোঃ আমিন, মোঃ শওকত, মোঃ হারুন, মোঃ সিরাজ, মোঃ আরজু, মোঃ কপিল ও ইন্জিনিয়ার ওয়াহিদ ইমাম খান সারাত সহকারে চট্টগ্রাম মহানগর ও বন্দর থানা এবং ৩৭ নং ওয়ার্ড বিএনপির – যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সহকারে এলাকার সাধারণ জনগণ। এ শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ভিবিন্ন বিষয়ে প্রশ্ন ও পরামর্শ মুলক বক্তব্য প্রদান করেন এবং বক্তারা সকলেই একত্রিত ভাবে হিংসা বিদ্বেষ ভুলে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে অঙ্গিকার ব্যক্ত করেন। কর্মশালা ও প্রতিনিধি সভা শেষে উপস্থিত সকলের জন্য ইফতারের ব্যাবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com