বরগুনার বামনা উপজেলায় অস্ট্রেলিয়া প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দেড় হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
২০ এপ্রিল বৃহস্পতিবার প্রবাসী জাকারিয়া হোসেন মহারাজের নিজ বাসভবনে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলার বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজন ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে প্রবাসী জাকারিয়া মহারাজের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনশত অসহায় এতিম শিশুদের পায়জামা-পাঞ্জাবি দেয়া হয়েছে এবং আমাদের গ্রামের প্রতিবেশী ও অসহায় হত দরিদ্র গরীবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সকলকে ঈদবস্ত্র ও ঈদ সামগ্রী দেয়ার চেষ্টা করেছি,এবং আমি বিগত দিনে সকলের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply