বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৬ মে ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ভর্তি কার্যক্রম পরিদর্শন করেছেন। আগামী ২৮ মে -২০২৫ তারিখের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির সময় প্রার্থীদেরকে-ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এসএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র,এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র,দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি,সংরিক্ষত আসনের জন্য (উপরোল্লেখিত কাগজপত্র ছাড়াও) মুক্তিযোদ্ধার সন্তান কোটার প্রার্থীদেরকে পিতা-মাতার অনুকূলে সরকার কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র ভর্তির সময় সাথে আনতে বলা হয়েছে এবং এর সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ।
Leave a Reply