1. : admin :
বরিশালে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন - দৈনিক আমার সময়

বরিশালে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

বরিশালে দক্ষ-স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। সদর ভূমি অফিস প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। উদ্বোধন পূর্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন এবং পরে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহম্মদ আল মামুন প্রমুখ। সভায় জানানো হয় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের শুরু থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ২৫২টি ভূমি অফিসের মাধ্যমে ২২ লক্ষ ৮৬ হাজার ৩১৩টি হোল্ডিং এর মাধ্যমে ৩ কোটি ৩২ লক্ষ ৪৮৬ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয় এই থিম নিয়ে ভূমি সেবা সপ্তাহে যে সকল সেবা দেওয়া হবে তা হলো অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এল এ কেইসের ক্ষতিপূরণের চেক বিতরণ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা, অনলাইনের মৌজা ম্যাপ ডাকবিভাগের মাধ্যমে সরবরাহকরণের বিষয়ে তথ্য প্রদান, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি/ আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com