জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্ভোদন করেন জনাব আবুল কালাম আজাদ এমপি। (১১ সেপ্টেম্বর) রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যায়লয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ভোদনের কার্যক্রম শুরু হয়। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারে বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন জনাব আবুল কালাম আজাদ এমপি । অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ (এমপি) ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে মিশন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার যে প্রত্যয় ব্যক্ত করছেন সে জন্য তিনি মাননীয় প্রধান মন্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদেরকে নিয়েও তিনি বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করেন। আলোচনার বিষয়বস্তুর মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের নানান বিষয় তুলে ধরেন। অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিষদভাবে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার ও বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বকশিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন বাবুল তালুকদার, আমন্ত্রিত অতিথি হিসেবে জনাব অহনা জিন্নাত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মেহের উল্লাহ, বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সোহেল রানা সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের জনগন ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মো: হারুন অর রশিদ। সবশেষে মোনাজাতের মাধ্যমে নতুন একাডেমিক ভবনের শুভ উদ্ভোদন ঘোষনা করা হয়।
Leave a Reply