আবুল হাসনাত রিন্টু, ফেনী:
ফেনীতে ২০ কেজি গাঁজা ও মাদক কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ মো সেলিম (৩২) মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, এর ফেনী ক্যাম্প।
বুধবার (২২ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বাটাখালী গ্রামের ওমর আলীর ছেলে।
বুধবার সকালে র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায় জিজ্ঞাসাবাদে মাদক কারবারি সেলিম জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
Leave a Reply