বাংলাদেশ কন্সুলেট জেনারেল জেদ্দা সৌদি আরবের উদ্যোগে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে “সৌদি আরবের ভিশন ২০৩০ বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। কমার্শিয়াল কাউন্সিল সৈয়দা নাহিদা হাবিবা’ র সঞ্চালনায় সভাপতিত্ব করেন মান্যবর কনসাল জেনারেল মিয়া মো: মাইনুল কবির। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ দেলোয়ার হোসেন।
সেমিনারের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণ করা। সন্ধ্যায় সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী পেশাজীবীগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রবাসী পেশাজীবীগণের দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশ হতে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি রপ্তানি, বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
Leave a Reply