বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্টি ও অসহায়, নিন্ম আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর পুরহিতপাড়া, চরপাড়া ও নগরীর বিভিন্ন এলাকায় ভাসমান প্রায় ৩ হাজার মানুষের মাঝে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজেরর পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক এইচ. এম. ফারুক। এ বিষয়ে জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক এইচ. এম. ফারুক বলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এম. এ আজিজ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত ভ্যানগার্ড। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিগত দিনগুলোতে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরই তিনি রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতারি বিতরণ ও গরীব দুঃখী অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবিসহ ঈদ উপহার বিতরণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় উনার পক্ষে আমি প্রায় তিন হাজার মানুষকে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করেছি। আমাদের এ কর্মসূচি পূর্বেও ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের অন্যান্য কর্মী- সমর্থকরাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
Leave a Reply